ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শাবওয়ার উপকূলে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৩৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় এখনও ১৫০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।
সোমবার সকালে আল-নোশেমা উপকূল থেকে মাত্র দুই নটিক্যাল মাইল দূরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। উদ্ধারকাজে কর্মরত এক সহায়তাকর্মী আরব নিউজকে জানান, “জীবিত উদ্ধারকৃতরা আমাদের জানিয়েছে ২৬০ জন অভিবাসী নিয়ে নৌকাটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়।” ৭২ জন অভিবাসী নিরাপদে তীরে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
অপর এক উদ্ধারকর্মী দাবি করেছেন ৪৮ জনের মৃত্যু হয়েছে এবং উদ্ধারকৃতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এক ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো গাড়িতে করে সমাধিস্থলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
শাবওয়ার স্থানীয় সাংবাদিক আব্দুল সালাম বিন সামা জানান, জেলেরা সমুদ্রে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে তাদের তীরে নিয়ে আসতে শুরু করেন। সোমবারেই মৃতদেহগুলো আইন বামাবাদে সমাহিত করা হয়।
ইয়েমেনের শাবওয়া এবং লাহজ প্রদেশের উপকূল আফ্রিকান অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিবছর হাজার হাজার অভিবাসী এই রুট ধরে ইয়েমেনে প্রবেশ করে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক মাসগুলোতে শাবওয়ায় অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইয়েমেনি কর্মকর্তা ওমর আওয়াধ বলেন, “প্রায় প্রতিদিনই শাবওয়ার উপকূলে প্রচুর অভিবাসী আসছে। যাদের কাছে টাকা আছে তারা গাড়ি করে আত্তা’কে যাচ্ছে, বাকিরা পায়ে হেঁটে শহরে পৌঁছাচ্ছে।”
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২১ সালে প্রায় ২৭,০০০ অভিবাসী ইয়েমেনে প্রবেশ করলেও ২০২৩ সালে তা তিন গুণ বেড়ে ৯০,০০০-এরও বেশি হয়েছে। ইয়েমেনে যুদ্ধ চলমান থাকা এবং সম্প্রতি হুথিদের লোহিত সাগরে জাহাজে হামলার পরও কমেনি অভিবাসীদের সংখ্যা।
Source: https://www.arabnews.com/node/2527741/middle-east