ইসরাইলের একটি প্রতিনিধি দল আগামী সোমবার যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি নিয়ে ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে আলোচনা করতে কাতার যাচ্ছে।
ইসরাইলের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, মোসাদ প্রধান ডেবিট বর্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুল রহমান এবং মিশরের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আব্বাস কামেল আলোচনায় অংশ নেবেন।
প্রকাশিত খবরে আরো বলা হয় আলোচনার পর সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ইসরাইল সফর করবেন। তার সফরের উদ্দেশ্য হতে পারে হামাসের সাথে চুক্তির বিষয়ে ইসরাইলকে রাজি করানো।
ইতিমধ্যেই মোসাদ প্রধান ডেবিট বর্নিয়া শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুল রহমানের আলোচনায় অংশ নিতে কাতার পৌঁছেছে।
অন্যদিকে ইসরাইলের অভ্যন্তরে বন্দী বিনিময় চুক্তি বাস্তবায় ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার ইসরাইলের বেশ কয়েকটি শহরজুড়ে হাজার হাজার আন্দোলনকারী বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে। আন্দোলনকারীদের দাবি নেতা নেতানিয়াহু প্রশাসন এবার যেন অন্তত বন্দীদের মুক্ত করার সুযোগ হাতছাড়া না করে। এছাড়াও তারা নেতানিয়াহুর প্রতি অনস্থা জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছে।