আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গুগল, মেটা এবং অ্যাপল এর শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। তার মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
লিবার্টারিয়ান মিলে সোমবার রাতে সান ফ্রান্সিসকো-র উদ্দ্যেশ্যে রওয়ানা হবেন এবং শুক্রবার পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময়ের মধ্যে তিনি মেটার সিইও মার্ক জাকারবার্গ, গুগলের সিইও সুন্দর পিচাই, অ্যাপলের সিইও টিম কুক এবং ওপেন এআই সিইও স্যাম অল্টম্যানের সাথে সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি বে এরিয়া কাউন্সিলের প্যাসিফিক সামিট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনে বক্তৃতা দিবেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং থিঙ্ক ট্যাঙ্কের পরিচালক কন্ডোলিজা রাইসের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানা যায়। উল্লেখ্য রাইস একজন প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
প্রেসিডেন্ট মিলে শুক্রবার এ সফর শেষ করবেন। তবে এর আগে তিনি এল সালভাদরে একটি যাত্রাবিরতি করবেন। সেখানে তিনি ফেব্রুয়ারিতে পুনঃনির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট নায়িব বুকেলের আমন্ত্রণ গ্রহণ করবেন।
এর আগে এপ্রিল মাসে মিলে টেক্সাসে টেসলা সিইও এলন মাস্কের সাথে বৈঠক করেন, যেখানে তারা বিশ্বব্যাপী জন্মহার কমানোর উদ্যোগ থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন অনুসরণ এবং স্বাধীনতা রক্ষার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।