Sunday, December 22, 2024
Home ভারত ভারতের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

ভারতের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

by Hocchetaki
0 comment
ভারতের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বুধবার সকালে এক দুর্ঘটনায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিহার থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস দুধের ট্যাঙ্কারে ধাক্কা লাগায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাসটি ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং সংঘর্ষের ফলে বাসটি উল্টে যায়। সংঘর্ষের আঘাত এতটাই তীব্র ছিল যে যাত্রীরা বাস থেকে ছিটকে পড়ে, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে মাটিতে পড়ে থাকা লাশ, ভাঙা কাঁচ এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র দেখা গেছে। বাসটিতে বেশিরভাগই অভিবাসী শ্রমিক ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দূর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ১৯ জন আহতের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসনের পরিচালনায় এখনো চলছে উদ্ধার অভিযান। চালু করা হয়েছে স্পেশাল হেল্পলাইন। নিহতদের পরিচয় উদ্ধারেও কাজ করছে প্রশাসন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০,০০০ রুপি প্রদান করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সাহায্য করার নির্দেশনা জানিয়েছেন মোদী।

এঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এসময় ইন্ডিয়া ব্লক পার্টির সকল কর্মীদের ভুক্তভোগীদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য আহবান জানান খার্গে।

Source: https://www.hindustantimes.com/india-news/18-dead-in-accident-on-lucknow-expressway-in-uttar-pradeshs-unnao-101720578082454.html 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?