Monday, December 23, 2024
Home ভারত সোনম ওয়াংচুকের মার্চের আগে লাদাখে কঠোর বিধিনিষেধ

সোনম ওয়াংচুকের মার্চের আগে লাদাখে কঠোর বিধিনিষেধ

by Mr.Rocky
0 comment
সোনম ওয়াংচুকের মার্চের আগে লাদাখে কঠোর বিধিনিষেধ

লাদাখে ষষ্ঠ তফসিল এবং রাজ্যের মর্যাদার দাবিতে সামাজিক কর্মী সোনম ওয়াংচুক আগামী ৭ই এপ্রিল ‘পশমিনা মার্চ’ আয়োজনের ডাক দেন। তার আগেই লেহ জেলায় শুক্রবার ধারা ১৪৪ জারি করেছে প্রশাসন। এই মার্চ আয়োজনের মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এলএসির দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে।

১৪৪ ধারা প্রয়োগ করে লেহের জেলাশাসক সন্তোষ সুখদেব একটি আদেশে জানিয়েছেন, “জেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় লেহের জেলাশাসকের পূর্বানুমতি ব্যতীত কেউ মিছিল, সমাবেশ বা মার্চ বের করতে পারবে না। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ গাড়িতে লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না।”

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া জনসমাবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া যেসব বিবৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করে বা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করে, তা দেওয়া যাবে না। আদেশে সতর্ক করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার সোনম ওয়াংচুক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “মহিলারা ১০ দিনের অনশন শেষ করলেন, যুবকরা এখন দায়িত্ব নেবে। শীর্ষ সংস্থার নেতাদের সঙ্গে আমিও আগামীকাল থেকে অনশনে বসব। ৭ই এপ্রিল পশমিনা মার্চের পর এই অনশন শেষ হবে।”

১৪৪ধারা জারির পর সোনম ওয়াংচুক তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি নির্দেশটি নিয়ে বিভ্রান্ত।

Source: https://www.hindustantimes.com/cities/chandigarh-news/section-144-imposed-in-leh-ahead-of-sonam-wangchuk-s-pashmina-march-101712341067045.html

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?