শুক্রবার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২৩টি সমঝোতাপত্র স্বাক্ষরের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও চীন। চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের মধ্যে সাক্ষাৎকারের পর এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ইসলামাবাদে স্বাক্ষরিত চুক্তিগুলোতে পরিবহন অবকাঠামো, শিল্প, জ্বালানি, কৃষি, গণমাধ্যম, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য পারস্পরিক স্বার্থের খাতগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর মধ্যে প্রতিনিধিদলের পর্যায়ে আলোচনা শেষে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহান বালোচ সাংবাদিকদের জানান, এই সমঝোতাপত্রগুলো পাকিস্তান-চীন কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও মজবুত করবে।
আলোচনায় উভয় দেশ একে অপরের গুরুত্বপূর্ণ উদ্বেগসমূহের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। একইসাথে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং চলমান প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন নেতারা।
এসময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তানে চীনা কর্মী ও প্রকল্পগুলোর নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি জানান।
এছাড়াও, উভয় দেশই সকল ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে ২০২৫-২০২৬ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের অস্থায়ী সদস্যপদের সময় দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যুগুলোতে পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।
সফরের সময়, প্রধানমন্ত্রী শরিফ চীনা বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সাথে এক সাক্ষাতে পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানান তাদের।