এয়ার টার্বুল্যান্সের ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী। আহত কিছু ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সও হতাহতের বিষয়টি নিশ্চিত করে।
বোয়িং ৭৭৭-৩০০ইআর ফ্লাইটটি ব্যংককে স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। এর আগে এসকিউ-৩২১ উড়োজাহাজটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনযায়ী, বিমানটি পাঁচ মিনিটের মাঝে ৬ হাজার ফুট নিচে নেমে যায়; যা প্রায় এক দশমিক ৮ কিলোমিটার দূরত্বের সমান। ভোর ৪টা ৬ মিনিট থেকে ৪টা ১১ মিনিটের মাঝে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচু থেকে ৩১ হাজার ফুটে নেমে আসে।
বলা হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা প্রদানে থাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এছাড়াও যাত্রীদের বাড়তি সহযোগিতা দিতে তাদের একটি দল ব্যাংককে রওয়ানা হয়েছে।
টার্বুলেন্সের শিকার উড়োজাহাজটির যাত্রীদের সহযোগিতা দিতে ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধার দল প্রেরণ করে থাইল্যান্ড কর্তৃপক্ষ।