Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সুদানের ১৪ অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকি

সুদানের ১৪ অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকি

by Hocchetaki
0 comment
সুদানের ১৪ অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকি

সুদানে গতবছর এপ্রিলে শুরু হওয়া যুদ্ধের কারণে দেশজুড়ে দেখা গেছে তীব্র খাদ্য সংকর। গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে সুদানের রাজধানীসহ ১৪ অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হতে পারে। 

সুদানের বিভিন্ন অঞ্চলে অন্তত ৭৫৫০০০ মানুষ মারাত্মক খাদ্য সংকট ও বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। অধিকাংশই অনাহারে অপুষ্টিতে ভুগছে। সুদানের ৮.৫ মিলিয়ন অর্থাৎ ১৮ ভাগ মানুষ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। যার ফলে সামনে অসংখ্য মানুষ অপুষ্টিতে মারা যেতে পারে। 

সুদানের রাজধানীতে সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে গত বছর এপ্রিলে যুদ্ধ শুরু হয়। যা গত ১৪ মাসে সারাদেশে ছড়িয়ে পড়েছে। গৃহযুদ্ধের প্রভাবে সুদানে বিশ্বের সর্বাধিক অভ্যন্তরীণ বস্তচুটির ঘটনা ঘটেছে। 

কোনো অঞ্চলে ২০ ভাগ মানুষ খাদ্য সংকটে পড়লে ও ৩০ ভাগ শিশু অপুষ্টিতে ভুগলে এবং দৈনিক প্রতি দশ হাজারে ২ জন মানুষ ক্ষুধার কারণে মারা গেলে সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। সুদানে ইতিমধ্যে ১৮ ভাগ মানুষ খাদ্য সংকটে পড়েছে। 

Source: https://www.arabnews.com/node/2538681/middle-east

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?