Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সুপ্রিম কোর্টে অতিরিক্ত পানি সরবরাহের জন্য আবেদন জানালো দিল্লী সরকার

সুপ্রিম কোর্টে অতিরিক্ত পানি সরবরাহের জন্য আবেদন জানালো দিল্লী সরকার

by Hocchetaki
0 comment

চলতি গ্রীষ্মকালে বেশ অসুবিধাতেই রয়েছে ভারতের রাজধানী দিল্লী। প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলাঝড়, বিষাক্ত বাতাসের পর আবারও সর্বোচ্চ তাপমাত্রায় ভুগছে রাজ্যটি। এসপ্তাহে দিল্লী জুড়ে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। কোথাও কোথাও সেটি আবার ৫০ ডিগ্রিরও বেশি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকছে, যা স্বাভাবিকের থেকেও ২.৮ ডিগ্রি বেশি।

তীব্র গরমে তাবদাহের পাশাপাশি প্রচন্ড পানির সংকটও দেখা দিয়েছে রাজ্যটিতে। এই অবস্থায় এক মাসের জন্য পার্শ্ববর্তী হরিয়ানা, উত্তরপ্রদেশ, এবং হিমাচল প্রদেশ থেকে অতিরিক্ত পানির সরবরাহের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে দিল্লী সরকার। সরকারের আবেদনে বলা হয়েছে, “প্রচণ্ড গরমের কারণে রাজধানীতে পানির চাহিদা বেড়ে গেছে। দেশের রাজধানীর চাহিদা পূরণ করা সবার দায়িত্ব।”

দিল্লির বিভিন্ন এলাকার জনগণ এখন তীব্র পানি সংকটে ভুগছে। প্রচণ্ড গরমে অন্তত এক বালতি পানির আশায় মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করছে। কিন্তু এই বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে দিল্লী সরকার।

রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আগামী কয়েক দিন তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকবে। তাই মানুষকে বাইরের তাপের সংস্পর্শ থেকে দূরে থাকার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া প্রশাসন।

এর আগে, গত বুধবার, আম আদমি পার্টি নেতৃত্বাধীন দিল্লি সরকার পানির অপচয় বন্ধে ২,০০০ টাকা জরিমানা আরোপ করেছে। এই পদক্ষেপ কার্যকরের জন্য স্থানীয় পর্যায়ে প্রায় ২০০টি দল গঠন করেছে সরকার।

Source: https://www.ndtv.com/india-news/delhi-government-requests-supreme-court-for-additional-water-supply-from-haryana-up-and-himachal-for-a-month-amid-crisis-5784518#pfrom=home-ndtv_topscroll 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?