সুদানের গেজিরা প্রদেশের একটি গ্রামে বুধবার আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
দারফুর প্রদেশের গভর্নর মিনি আরকো মিনাওয়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গেজিরার ওয়াদ আল-নুরা গ্রামে আরএসএফের হামলায় নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিনা রাসেল এক বিবৃতিতে বলেন, এসব হামলায় অন্তত ৩৫ শিশু নিহত ও ২০ জন আহত হয়েছে।
গেজিরার রাজধানী শহর ওয়াদ মাদানির বাসিন্দাদের রক্ষায় গঠিত তৃণমূল পর্যায়ের একটি গোষ্ঠী বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা আধাসামরিক বাহিনীটি ওই গ্রাম ঘেরাও ও আক্রমণ করতে ভারী কামান ব্যবহার করে।
সুদানের ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুটি বাহিনীর মধ্যে বিরোধ শুরুর পর ২০২৩ সালের এপ্রিলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই শুরু করে আরএসএফ। তারপর থেকে দেশটির রাজধানী খার্তুম এবং পশ্চিম সুদানের বেশিরভাগ অংশ দখল করে নেয় তারা।
এক বিবৃতিতে বুধবার আরএসএফ বলেছে, তারা ওয়াদ আলনৌরার আশেপাশে সেনাবাহিনী এবং মিলিশিয়া ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। তবে, কোনো বেসামরিকের হতাহতের কথা স্বীকার করেনি।
এদিকে জাতিসংঘের সংস্থাগুলো বলেছে, আসন্ন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে সুদানের জনগণ।