চীন ডেস্ক।।
মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল সফর করেছে চীনের একটি সামরিক প্রতিনিধি দল। গতকাল বুধবার এই সফরের কথা জানিয়েছে বেইজিং। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করতেই দেশ তিনটি সফর করে দলটি।
বেইজিং জানিয়েছে, এই সফরে মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেছে চীনের সামরিক প্রতিনিধি দল। পরে দলটি ৪-১৩ মার্চ শ্রীলঙ্কা ও নেপাল সফর করে। তারা আরও জানিয়েছে তিন দেশের সামরিক সম্পর্ক উন্নতিতে এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করা হয়েছে।
দ্বীপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের ওপর জোর দিয়েছে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা বিভাগের কর্মকর্তাদের প্রতিনিধি দল। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিসহ সংশ্লিষ্ট দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা সমৃদ্ধ করার লক্ষ্যে একমত হয়েছে।
এদিকে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কায় প্রভাব নিয়ে সন্দেহ করছে ভারত। দক্ষিণ এশীয় দ্বীপ দেশ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক শিপিং রুটে অবস্থিত।
এদিকে, নেপালের সঙ্গেও সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে চীন। বিশেষজ্ঞদের মতে কৌশলগত প্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করার জন্য দক্ষিণ এশিয়ায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে দেশটি।
আরও পড়ুন: পশ্চিমাদের আপত্তির মাঝেই যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন, রাশিয়া ও ইরান