Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার, বিশ্বজুড়ে বিপর্যয়

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার, বিশ্বজুড়ে বিপর্যয়

by Md Nayem
0 comment
হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার, বিশ্বজুড়ে বিপর্যয়

যুক্তরাষ্ট্র ডেস্ক।।

হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছিলো না। বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হচ্ছিলো। গতকাল মঙ্গলবার রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না বলে সারা বিশ্বের বেশ কয়েকটি দেশের মেটা ব্যবহারকারী অভিযোগ করেছেন। 

অনেক ব্যবহারকারী, পুনরায় লগিন করার চেষ্টা করলে ফেসবুক তাদের পাসওয়ার্ড সঠিক নয় বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড পরিবর্তন করলেও একই বার্তা পাচ্ছিলো। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে হতাশার কথা ব্যক্ত করছেন। #FacebookDown হ্যাশট্যাগ এক্স-এ ট্রেন্ডিংয়ে পৌছে গিয়েছিলো।

এই বিপর্যয়ে ফেসবুককেন্দ্রিক ব্যবসায় জড়িতদের মধ্যে তাতক্ষনিকভাবে উদ্বেগ দেখা দেয়। মার্কেটিংসহ বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় ফেসবুকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুক সচল হয়। রাত ১০টা ৫০ মিনিটে মেসেঞ্জার চালু হয়। রাত ১১টা থেকে ইনস্টাগ্রামও ব্যবহার করা যায়।  

তবে এই সমস্যার কারণ কী, সে ব্যাপারে মেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প অংশ নিতে পারবে জানিয়ে আদালতের  রায়

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?