ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সি, ভূমধ্যসাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া একটি টেলিভিশন ভাষণে এ তথ্য জানান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক সামরিক অভিযান চালানোর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এধরনের অভিযান পরিচালনা করছে হুথিরা।
সারেয়া তার ভাষণে বলেন, হুথি বাহিনী রেড সিতে ইয়ানিস, ভূমধ্যসাগরে এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেক্সান্দ্রা নামক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তিনি আরও বলেন, “ভূমধ্যসাগরে বেশ কিছু ক্ষেপণাস্ত্র এসেক্স জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। দখলকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার হুথি নির্দেশ লঙ্ঘন করেছিল জাহাজটি।” তবে আক্রমণগুলো কবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি সারেয়া।
এই মাসের শুরুর দিকে হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি ঘোষণা করেছিলেন, শুধু রেড সি অঞ্চলেই নয়, ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া সকল জাহাজই তাদের আক্রমণের লক্ষ্য হবে।
হুথি বিদ্রোহীরা নভেম্বর থেকে রেড সি, বাব আল-মান্দাব প্রণালী এবং অ্যাডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসকল আক্রমণকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের একটি প্রচেষ্টা হিসেবে দাবি করে আসছে তারা। হুথি আক্রমণের ফলে শিপিং কোম্পানিগুলোকে দক্ষিণ আফ্রিকার পাশ দিয়ে যাওয়া দীর্ঘ এবং ব্যয়বহুল রুটে কার্গো পরিচালনা করতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা এধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যার প্রভাব ইতিমধ্যে আন্তর্জাতিক শিপিং শিল্পে ব্যাপকভাবে দেখা যাচ্ছে।