Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ইয়েমেনের নিশতুন থেকে ১৮০ নটিক্যাল মাইল দূরের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা 

ইয়েমেনের নিশতুন থেকে ১৮০ নটিক্যাল মাইল দূরের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা 

by Hocchetaki
0 comment
ইয়েমেনের নিশতুন থেকে ১৮০ নটিক্যাল মাইল দূরের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা 

ইয়েমেনের পূর্ব উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ মেরিটাইম এজেন্সি। গত এক সপ্তাহেরও পরে এবার আন্তর্জাতিক জলসীমায় ভাসমান কোনো জাহাজে হামলা চালালো হুথিরা। 

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে বাণিজ্যিক একটি জাহাজের ক্যাপ্টেন তাদের জাহাজে হামলার খবর জানিয়েছে। জাহাজটি তখন ইয়েমেনের নিশতুন শহরের উপকূল থেকে ১৮০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। 

সংগঠনটি বলেছে জাহাজের খুব কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছে। জাহাজটি এখন নিকটবর্তী কোনো বন্দরে নোঙরের চেষ্টা করছে। 

সর্বশেষ গত জুনের ২৮ তারিখ হুথিরা আন্তর্জাতিক জলসীমায় ওপর একটি জাহাজে হামলা চালিয়েছিল। গত নভেম্বর থেকেই গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরাইল মুখী বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুথিরা।

গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া সম্প্রতি জানিয়েছে যে তারা ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ইসলামিক রেসিস্টেন্সের সাথে মিলে ইসরাইল মুখী বাণিজ্যিক জাহাজে হামলা পরিচালনা করেছে।  তিনি বলেন তারা সম্প্রতি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ইসলামিক রেসিস্টেন্সের সাথে মিলে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থান এইলাত বন্দরে হামলা করেছে।  

Source: https://www.arabnews.com/node/2546166/middle-east

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?