আরববিশ্ব ডেস্ক।।
উপত্যকায় অনাহারের দুর্ভোগ থেকে ফিলিস্তিনিদের রক্ষায় যুদ্ধবিরতির প্রচেষ্টা আরেকবার ব্যর্থ হয়েছে হামাসের নতুন প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যানের মাধ্যমে।
গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের কাছে হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এতে কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ইসরায়েলের এই নতুন প্রস্তাব প্রত্যাখ্যান প্রমাণ করছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যেতে এবং যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর সব চেষ্টাকে নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেছেন, ইসরায়েল যাতে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়, তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারি মধ্যস্থতাকারীরা পবিত্র রমজান মাসে একটি যুদ্ধবিরতির একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে সময়সীমা পার হয়ে গেছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছার জন্য তার দেশ এখনও কাজ করছে।
শুক্রবার সকালে হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। দুপুরে এই প্রস্তাব নিয়েই বৈঠকে বসেন নেতানিয়াহু। কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান করে রাফাহ অঞ্চলে হামলার অনুমতি দেন তিনি।
আরও পড়ুন: ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা