Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক পাকিস্তানকে আরো ১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক

পাকিস্তানকে আরো ১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক

by Hocchetaki
0 comment

সোমবার পাকিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্পের জন্য দ্বিতীয় দফায় ১ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যবহার করার জন্য এই ঋণের অনুমতি দিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের মতে, দাসু জলবিদ্যুৎ প্রকল্প পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরো উন্নত করবে। এছাড়াও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখবে প্রকল্পটি।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার কোহিস্তান জেলার দাসু শহরে ইন্দাস নদীর উপর চলছে এই প্রকল্প। প্রকল্পের কাজ বাস্তবায়ন সম্পন্ন হলে ঘণ্টায় ৪,৩২০–৫,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এখান থেকে। প্রথম পর্যায়ের ডিএইচপি-১ এর ক্ষমতা হবে ২,১৬০ মেগাওয়াট যা বছরে ঘন্টাপ্রতি ১২,২২৫ গিগাওয়াট শক্তির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে কম খরচে। ডিএইচপি-২ বাস্তবায়নের পর একই বাঁধ থেকে বছরে ৯,২৬০–১১,৪০০ গিগাওয়াট যোগ হবে।

প্রকল্পের টাস্ক টিম লিডার রিকার্ড লিডেন সাংবাদিকদের জানান, পাকিস্তানের ফসিল জ্বালানি নির্ভরতা কমানো এবং ২০৩১ সালের মধ্যে ৬০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের প্রচেষ্টার একটি অপরিহার্য প্রকল্প ডিএইচপি-১।

প্রকল্পের অতিরিক্ত অতিরিক্ত অর্থায়ন আপার কোহিস্তানে চলমান সামাজিক-অর্থনৈতিক উদ্যোগগুলোকে বাস্তবায়নে আরো বেশি সহায়তা করবে।

১৯৫০ সাল থেকে বিশ্বব্যাংকের সদস্য পাকিস্তান। সেই সময় থেকে, বিশ্বব্যাংক $৪৬ বিলিয়নেরও বেশি সহায়তা প্রদান করেছে দেশটিকে। বর্তমানে পাকিস্তানের ৫৫টি প্রকল্পতে ১৪.৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

Source: https://tribune.com.pk/story/2470930/world-bank-approves-1b-loan-for-pakistan 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?