Sunday, December 22, 2024
Home ইউরোপ ৫২৩ টি পক্ষে ভোট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন অনুমোদন 

৫২৩ টি পক্ষে ভোট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন অনুমোদন 

by Md Nayem
0 comment
৫২৩ টি পক্ষে ভোট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন অনুমোদন 

ইউরোপ ডেস্ক।।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’কে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য যুগান্তকারী একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইউরোপীয় সংসদের সদস্যরা। আইনটির পক্ষে ৫২৩টি ভোট ও বিপক্ষে ৪৬টি ভোট পড়েছে।  অনুমোদন পাওয়া আইনটি এ বছরের শেষ দিকে কার্যকর হবে। 

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য আইনটি বিশ্বব্যাপী অন্যান্য রাষ্ট্রিয় সরকারের জন্যও অনুসরণীয় হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি থেকে ইউরোপের ২৭টি সদস্য রাষ্ট্রের নাগরিকদের রক্ষা করা ও একই সঙ্গে উদ্ভাবনকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে এই আইনটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আইনটি ঝুঁকি অনুযায়ী বিপজ্জনক হিসেবে বিবেচিত বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ও কোম্পানীকে আলাদা করে সাজাবে যেন সেগুলো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সেজন্য বেশিরভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম কম ঝুঁকিপূর্ণ চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে। যেমন স্প্যাম সনাক্তের জন্য ব্যবহৃত মডেল। তবে চিকিৎসা, বিদ্যুৎ নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে এআইয়ের উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যবহার আরও বেশিবার পরীক্ষার মাধ্যমে অনুমোদন দেয়া হবে সেই সিস্টেমকে।

কোনো সংস্থা অনুমোদিত এই আইন অমান্য করলে তাদেরকে ৭৫ লাখ ইউরো থেকে তিন কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে।  

আরও পড়ুন: রাশিয়ার নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার, চলবে রবিবার পর্যন্ত

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?