Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় আবারও ৬০০ ময়লাভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় আবারও ৬০০ ময়লাভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া

by Hocchetaki
0 comment

আবারও দক্ষিণ কোরিয়ার সীমান্তের দিকে ময়লাভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া। রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় ৬০০টি বেলুনের সীমান্ত পার হওয়ার তথ্য নিশ্চিত করেছে। 

দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সাম্প্রতিক এই কর্মকাণ্ডকে “অযৌক্তিক” এবং “অবমাননাকর” বলে আখ্যায়িত করেছে। পিয়ংইয়ংকে সতর্ক করে সিউল জানিয়েছে, উত্তর কোরিয়া এই বেলুন পাঠানো বন্ধ না করলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। কারণ এটি ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধের যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জনগণকে এই ময়লা থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন। এখনও পর্যন্ত বেলুনগুলোতে কোনো ক্ষতিকারক পদার্থ পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার থেকে পিয়ংইয়ং প্রায় ৯০০টি ময়লাভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে।

স্থানীয় সময় রবিবার সকাল ১০টায় প্রতিঘণ্টায় প্রায় ২০ থেকে ৫০টি বেলুন আকাশে ভেসে যাচ্ছে আসতে দেখা যায়। বেলুনগুলো রাজধানী সিউল এবং এর সংলগ্ন গিয়ংগিসহ উত্তরের বিভিন্ন স্থানে অবতরণ করে।

জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, সর্বশেষ পাঠানো বেলুনগুলোতে সিগারেটের অবশিষ্টাংশ, স্ক্র্যাপ কাগজ, কাপড়ের টুকরা এবং প্লাস্টিকের মতো বর্জ্য ভর্তি ছিল। জনগণকে এধরনের বেলুনের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। 

এদিকে রবিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সাথে সীমান্তে লাউডস্পিকারে কিম বিরোধী প্রচারণা পুনরায় শুরু করতে এক বৈঠকে বসার সংবাদ পাওয়া গেছে। উত্তর কোরিয়ার পাঠানো বেলুনের প্রতিক্রিয়া জানাতে এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে দেশটির সরকার।

Source: https://www.channelnewsasia.com/east-asia/north-korea-trash-balloons-over-south-border-4380491 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?