Monday, December 23, 2024
Home আরববিশ্ব গাজায় ত্রাণ সরবরাহে হামলার শিকার বিদেশি সাহায্যকর্মীরা

গাজায় ত্রাণ সরবরাহে হামলার শিকার বিদেশি সাহায্যকর্মীরা

by Mr.Rocky
0 comment
গাজায় ত্রাণ সরবরাহে হামলার শিকার বিদেশি সাহায্যকর্মীরা

দেইর এল-বালাহে ইসরায়েলি বিমান হামলায় চার বিদেশিসহ পাঁচজন সাহায্যকর্মী নিহত হয়েছেন। আল জাজিরার সংবাদকর্মী হিন্দ খুদারি সাহায্য কর্মীদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলায় তাদের সাথে গাড়িতে থাকা একজন ফিলিস্তিনিও নিহত হন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় তারাই প্রথম বিদেশী ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজার মিডিয়া অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, দেইর এল-বালাহে ইসরায়েলি হামলায় নিহত পাঁচজন সাহায্যকর্মীর মধ্যে একজন ব্রিটিশ, একজন অস্ট্রেলিয়ান এবং একজন পোলিশ নাগরিক। চতুর্থ বিদেশি নাগরিকের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আয়ারল্যান্ডের নাগরিক। গাজার আল-আকসা হাসপাতালে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের হয়ে মানবিক কাজে সহায়তা করতেন তারা।

আল জাজিরার সংবাদকর্মী হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনায় সবাই ‘আশ্চর্য ও বিস্মিত’। কেউ বিশ্বাস করছে না ইসরায়েলি বাহিনী এখন বিদেশি নাগরিকদের টার্গেট করে আক্রমণ করছে। দেইর এল-বালাহের থেকে আল-আকসা শহীদ হাসপাতালে মৃতদেহগুলোকে নিয়ে আসা হয়েছে।”

সাহায্যকর্মীদের দলটি আজই সাইপ্রাস থেকে আসা একটি কনভয় থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখান থেকে দক্ষিণে রাফাতে তাদের গেস্ট হাউসে ফেরার পথে তাদের উপর হামলা করা হয়।
Source: https://www.aljazeera.com/news/liveblog/2024/4/1/israels-war-on-gaza-live-twenty-one-al-shifa-patients-have-died-amid-siege-who 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?