যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ আজ সুপ্রিম কোর্টের একটি বেঞ্চের সামনে হাজির হবেন। সংস্থাটির বিরুদ্ধে দায়ের করা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আজ আদালতে হাজিরা দিবেন তারা।
সুপ্রিম কোর্ট মঙ্গলবার বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে তলব করে জানতে চায় পতঞ্জলির বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না। এছাড়াও, আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অসম্মান করে রোগ নিরাময়ের দাবি করা বিজ্ঞাপন প্রচার বন্ধে কোর্টের আদেশ লঙ্ঘনের জন্য সংস্থার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।
বিচারপতি হিমা কোহলি ও আহসানউদ্দিন আমানউল্লাহ সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ গত ফেব্রুয়ারিতে বাবা রামদেব ও তাঁর সহযোগীর কাছ থেকে জানতে চেয়েছিলেন কেন আদালতের আগের আদেশ লঙ্ঘন করা হয়েছে। দেশটির শীর্ষ আদালত উল্লেখ করেছেন, পতঞ্জলি কর্তৃক প্রকাশিত ও রামদেবের মুখ ব্যবহার করা বিজ্ঞাপনগুলি কোম্পানির অতীতের প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন।
হিন্দুস্তান টাইমসের বরাতে দেওয়া আদালতের আদেশে বলা হয়েছে, “পতঞ্জলি কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনগুলি পর্যালোচনা করা হয়েছে। সেগুলোতে আদালতের কাছে প্রদত্ত অঙ্গীকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সুতরাং আচার্য রামদেবের বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলা করা হবে না, তা জানতে চেয়ে শোকজ করেছেন সুপ্রিম কোর্ট।