স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন আগামী জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে দেশটি। মধ্যপ্রাচ্য সফরে সাংবাদিকদের এ তথ্য জানান সানচেজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইএফই এবং পত্রিকা এল পাইস ও লা ভ্যানগার্দিয়া মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর বরাতে এতথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে সানচেজ বলেছেন, জুনের শুরুতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে তার সরকার। এছাড়াও জাতিসংঘে চলমান বিতর্কগুলিও তুলে ধরেছেন তিনি। সানচেজ বিশ্বাস করেন তাদের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রকে একই অবস্থান গ্রহণ করতে চাপ দেবে।
গত ২২শে মার্চ ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে সানচেজ বলেছিলেন তিনি ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দ্বারা ঘোষিত রাষ্ট্রের স্বীকৃতি দিতে “প্রথম পদক্ষেপ” নিতে আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়ার নেতাদের সাথে সম্মত হয়েছেন।
স্পেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে চারটি দেশের সম্মিলিত এই পরিকল্পনা “সন্ত্রাসবাদের জন্য একটি পুরস্কার”। এই সিদ্ধান্ত গাজা সংঘাতকে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা কমিয়ে দেবে।
গত নভেম্বরে স্পেনে এক বৈঠকে আরব রাষ্ট্র এবং ইইউ একমত হয়েছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সমাধান হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।