Monday, December 23, 2024
Home তাইওয়ান ৭.২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ান, নিহত ৪

৭.২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ান, নিহত ৪

by Mr.Rocky
0 comment
৭.২ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ান, নিহত ৪

তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ৭.২ মাত্রার এই ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভূমিকম্পের পরে দক্ষিণ জাপান ও ফিলিপাইনের জন্য সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।

তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ি এলাকায় ধসে পড়া পাথরে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, দেশব্যাপী আরও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়েছে, এর মধ্যে অর্ধেকেরও বেশি হুয়ালিয়েন কাউন্টিতে। প্রায় ২০ জন আটকা পড়েছেন, উদ্ধার কাজ চলছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে হুয়ালিয়েনের উপকূলে ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫.৫ কিলোমিটার।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরে দক্ষিণ ওকিনাওয়ার বিভিন্ন অংশে বেশ কয়েকটি ছোট সুনামি আঘাত হেনেছে। 

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তাইপেতেও ভূমিকম্পের আফটারশক অনুভূত হয়েছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ২৫টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির ফুজিয়ান প্রদেশে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। সাংহাইতেও এটি অনুভূত করেছেন স্থানীয় বাসিন্দারা।

Source: https://www.channelnewsasia.com/asia/japan-tsunami-alert-southern-islands-taiwan-earthquake-ocean-4238601 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?