Monday, December 23, 2024
Home পাকিস্তান ইমরানের খানের স্ত্রীকে বিষপ্রয়োগের অভিযোগ

ইমরানের খানের স্ত্রীকে বিষপ্রয়োগের অভিযোগ

by Mr.Rocky
0 comment
ইমরানের খানের স্ত্রীকে বিষপ্রয়োগের অভিযোগ

পাকিস্তানের সাবের প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান মঙ্গলবার দাবি করেন তার স্ত্রী বুশরা বিবিকে বিষ প্রয়োগ করা হয়েছে। ইসলামাবাদে গৃহবন্দীতে থাকা বুশরার উপর বিষ প্রয়োগের অভিযোগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে দায়ী করেন তিনি।

এর আগে পিটিআই প্রধানকে ১৯০ মিলিয়ন পাউন্ডের তোশাখানা দূর্নীতির অভিযোগে আদিয়ালা আদালতে উপস্থিত করা হয়। সেখানে বিচারকদের ইমরান জানান, বুশরার মধ্যে বিষ প্রয়োগের বিভিন্ন লক্ষণ পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে শরীরে ও জিহ্বায় দাগ পড়া।

ইমরান খান কোর্টকে অভিযোগ করেন তার স্ত্রীর কোনো ক্ষতি হলে এর জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির দায়ী থাকবেন। তিনি আরো অভিযোগ করেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইসলামাবাদে তার বানি গালার বাসভবন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিষয়গুলি নিয়ন্ত্রণ করছে। ইমরান আদালতকে তার স্ত্রী বুশরার ডাক্তারি পরীক্ষার আদেশ দেওয়ার জন্য অনুরোধ করেন। 

পিটিআইয়ের একটি রিপোর্ট অনুসারে, বুশরা বিবি দাবি করেছেন কেউ দলের মধ্যে গুজব ছড়িয়েছে তিনি “আমেরিকান এজেন্ট।” সেজন্য তাকে একটি সুপরিচিত টয়লেট ক্লিনারের সাহায্যে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি দাবি করেন টয়লেট ক্লিনারের “তিন ফোঁটা” তার খাবারে মেশানো হয়েছিল, যেটি খাওয়ার পরে এক মাস ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

Source: https://www.wionews.com/south-asia/pakistan-imran-khan-claims-his-wife-bushra-bibi-was-poisoned-in-sub-jail-706996  


You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?