সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেয়া হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফ। ইরানে মহা সমাবেশের মধ্যে দিয়ে আল-কুদস দিবস পালনের সময় এই প্রতিশ্রুতি ঘোষণা দেন আইআরজিসি প্রধান হোসেইন সালামি।
সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে। যার মধ্যে সাতজন আইআরজিসি সদস্য রয়েছে। তাদের মধ্যে সিরিয়া এবং লেবাননে কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছিলেন দুই আইআরজিসি জেনারেল।
শুক্রবার রাজধানী তেহরানে সমাবেশে হোসেইন সালামি বলেন, “আমরা সতর্ক করছি আমাদের পবিত্র স্থাপনায় শত্রুদের আক্রমনের প্রতিউত্তর দেওয়া হবে। ইসরায়েল গাজায় তাদের যুদ্ধে “পরাজয়” ছাড়া আর কিছুর সম্মুখীন হচ্ছে না। ফিলিস্তিনি যোদ্ধাদের কাছ থেকে আসা বার্তাগুলি তার প্রমাণ।”
সালামি আরো বলেন, “জায়োনিস্ট এবং তাদের আমেরিকান মদদদাতারা বিশ্বাস করে, তারা যত বেশি মুসলমানদের হত্যা করবে, তাদের অবরোধ ও বাস্তুচ্যুত করবে, পশ্চিমাদের জীবন তত উন্নত হবে। কিন্তু বাস্তবতা ঠিক বিপরীত।”
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে দেশটির অনেক বড় বড় নেতা সমাবেশের তাদের সাথে হাঁটছেন। যার মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং কুদস ফোর্সের নেতা ইসমাইল কানি সহ শীর্ষ সরকার, বিচার বিভাগ এবং সামরিক কর্মকর্তারা।