ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বাহিনীর দুটি হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, হামলাগুলো ড্রোন দিয়ে চালানো হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা দাবি করেন, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে। পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ শহরের রাস্তায় এবং ভবনের পাশে লেগে থাকা আগুনের ছবি প্রকাশ করেছে।
খারকিভের মেয়র ইহর তেরেখভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, “শেভচেনকিভস্কি জেলায় রাতের হামলায় আজ সকাল পর্যন্ত ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হামলাটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। কমপক্ষে নয়টি বহুতল ভবন, তিনটি ছাত্রাবাস, বেশ কয়েকটি প্রশাসনিক ভবন, একটি দোকান, একটি পেট্রোল পাম্প, একটি সার্ভিস স্টেশন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।” পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়। মধ্যরাতের ঠিক পরেই হামলা চালায় রাশিয়া।
এছাড়াও শনিবার দিনের বেলায় আরও একটি নতুন হামলার ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।
ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত খারকিভ রুশ বাহিনীর ঘন ঘন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এ শহরে হামলা তীব্রতর করেছে রাশিয়া। গত বুধবার শহরটিতে ড্রোন হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকটি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।