রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবুর্গ অঞ্চলে একটি বাঁধ ভেঙ্গে যাওয়ার পর ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৪,০০০ এরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ওরেনবুর্গের গভর্নরের কার্যালয় শনিবার নিশ্চিত করে বন্যায় এখনো পর্যন্ত ১,০১৯ শিশুসহ ৪,২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে বাঁধ ভেঙে যাওয়ায় ২,৫০০ এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর ডেনিস প্যাসলার জানিয়েছেন, বন্যা “চূড়ান্ত পর্যায়ে” পৌঁছেছে এবং ২৩০,০০০ জনসংখ্যার সীমান্তবর্তী শহর ওরস্কে পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ। কর্মকর্তারা শনিবার বলেছেন, শুধুমাত্র ওরস্ক থেকেই প্রায় ২০০০ লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
কিন্তু কর্তৃপক্ষ বলছে, পুরো অঞ্চল জুড়েই পরিস্থিতি কঠিন হচ্ছে। ওরেনবুর্গের প্রধান শহরে ইউরাল নদীর পানির মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। রুশ সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, হাজার হাজার বাড়ি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় বলছে, বাঁধটির রক্ষণাবেক্ষণ ঠিকভাবে না হওয়ার কারণেই এটি ভেঙে পড়েছে।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেছেন, ৮০ বছরের মধ্যে কাজাখস্তানের এই বন্যাটিই সম্ভবত দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। তিনি বলেন, “আমাদের অবশ্যই এই ব্যাপক বন্যা থেকে শিক্ষা নিতে হবে।”