Monday, December 23, 2024
Home প্রযুক্তি ৩৭০ ফুট বিশাল গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীর পাশ দিয়ে

৩৭০ ফুট বিশাল গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীর পাশ দিয়ে

by Mr.Rocky
0 comment
৩৭০ ফুট বিশাল গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীর পাশ দিয়ে

ক্ষুদ্র গ্রহাণুদের আনাগোনার পর এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, প্রায় ৩৭০ ফুট চওড়া এই গ্রহাণুটি আজ পৃথিবীর কাছাকাছি দিয়ে যাওয়ার কথা। একটি বড় আবাসন ভবনের সমান আকারের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ‘২০২৪ এফএইচ২’।

তবে আশার কথা হলো গ্রহাণুটি পৃথিবীর জন্য কোন হুমকি নয় বলে জানিয়েছে নাসা। এটি প্রায় ৩৮ লক্ষ মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করে সৌরজগতের গভীরে ফিরে যাবে। মহাকাশে পৃথিবীর জন্য সম্ভাব্য বিপদের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে নাসা নিয়মিত এই ধরনের তথ্য প্রকাশ করে থাকে।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু গ্রহাণু নিরাপদে পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। সেগুলোর বেশিরভাগই ৫০ফুটের কম দৈর্ঘ্যের ছিল।

প্রায় ৬ কোটি ৫০ লক্ষ বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানার ফলে সেসময়ের প্রভাবশালী প্রাণী ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। এমন তথ্য আবিষ্কারের পরে থেকেই নাসা শুধু মহাকাশ পর্যবেক্ষণই নয়, পৃথিবীর দিকে আসা যেকোনো গ্রহাণুর গতিপথ পরিবর্তন করার কৌশল নিয়েও কাজ করছে। ডিআরটি বা ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট মিশনের মাধ্যমে নাসা ইতিমধ্যেই একটি গ্রহাণুর গতিপথ সফলভাবে পরিবর্তন করতে সক্ষম হয়েছে।Source: https://www.hindustantimes.com/science/this-massive-370-foot-asteroid-set-to-come-within-3-2-mn-miles-of-earth-today-says-nasa-101712513937390.html

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?