Monday, January 13, 2025
Home আন্তর্জাতিক ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

by Mr.Rocky
0 comment
ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা বিশ্বজুড়ে পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জাগিয়ে তুলেছে।

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানান, “পারমাণবিক কেন্দ্রে ছয়টি পারমাণবিক চুল্লি রয়েছে। এরমধ্যে ইউনিট ৬ তিনটি প্রত্যক্ষ আঘাতে আক্রান্ত হয়েছে। তবে বড়ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশংকা নেই। এখন পর্যন্ত একজন আহত হয়েছে এই হামলায়।” রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেনীয় ড্রোনগুলো পারমাণবিক কেন্দ্রের ষষ্ঠ ইউনিটের চূড়ায় আঘাত করেছে। অন্যদিকে হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন। 

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝঝিয়া, গত বছরের শুরু থেকেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধক্ষেত্রের এত কাছাকাছি অবস্থানের কারণে আইএইএ পারমাণবিক বিপর্যয় নিয়ে আগেই সতর্ক করেছিল। উভয় পক্ষই বারবার একে অপরকে কেন্দ্রে হামলার অভিযোগ করে আসছে।

বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন যে হামলার পরও বিকিরণের মাত্রা স্বাভাবিক ছিল। তবে গ্রোসি সতর্ক করেছেন যে সামরিক বা রাজনৈতিক সুবিধার জন্য পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা “অগ্রহণযোগ্য”। এসব হামলার মাধ্যমে একটি বড় পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

গ্রোসি উভয় পক্ষকেই পারমাণবিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সাম্প্রতিক এই হামলা পারমাণবিক দুর্যোগের ঝুঁকি স্মরণ করিয়ে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে।

Source: https://www.dw.com/en/ukraine-drone-attack-damages-zaporizhzhia-power-plant/a-68762879

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?