ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে দীর্ঘদিনের ভঙ্গুর শান্তি বিনষ্ট হয়েছে। গত শনিবার কাংপোকপি এবং ইম্ফল পূর্ব জেলার সীমান্তবর্তী একটি গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৪৬ দিনের মধ্যে এই রাজ্যে সংঘর্ষে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
শনিবার সকাল ৯টার দিকে এই বন্দুকযুদ্ধ শুরু হয়েছিল। দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় কুকি ও মেইতেই গ্রামের সীমান্তবর্তী অঞ্চলে। সংঘর্ষের সূত্রপাত হয় কামু সাইচাং গ্রামের এলাকায়। কোন গোষ্ঠী গুলি চালানো শুরু করেছে, সে সম্পর্কে নিরাপত্তা বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে বন্দুকযুদ্ধ ও পরিস্থিতি এখন “নিয়ন্ত্রণে” থাকার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় কামিনলাল লুপেং (২৩) এবং কামলেংসাত লুনকিম (২২) নামের দুই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন কাংপোকপির কুকি-অধ্যুষিত এল চাজাং গ্রামের প্রধান লেনিন হাওকিপ।
গত বৃহস্পতিবার রাত থেকে রাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে তিনটি সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার তেংনৌপালে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি আহত হন।
এদিকে আগামী ১৯ ও ২৬ এপ্রিল দুই ধাপে মনিপুর রাজ্যে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে সাধারণ নির্বাচন শুরুর মাত্র ছয় দিন আগে এই সহিংসতার ঘটনা ঘটেছে। ফলে জনমনে আবারও আতঙ্ক বিরাজ করতে শুরু করেছে।