Monday, December 23, 2024
Home আরববিশ্ব পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অভিযানে কিশোরসহ নিহত পাঁচ

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অভিযানে কিশোরসহ নিহত পাঁচ

by Mr.Rocky
0 comment
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অভিযানে কিশোরসহ নিহত পাঁচ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরায়েলি সামরিক অভিযানে এক কিশোরসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৫জনের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। তার মরদেহ তুলকারেম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তুলকারেম থেকে পাঠানো প্রতিবেদনে আল জাজিরার সাংবাদিক জেইন বসরাভি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গভীর রাতে নুর শামস শরণার্থী শিবিরে প্রবেশ করে ঘন্টাব্যাপী অভিযান চালায়। এ সময় সামরিক বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে তুলকারেম প্রতিরোধ ব্রিগেডের মোহাম্মদ জাবের নামের এক নেতাও ছিলেন। 

এদিকে শুক্রবার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ বলেছে চারটি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য আরো দুটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

ফিলিস্তিনিদের উপর হামলার দায়ে দুই সংগঠন লেহাভা এবং হিলটপ ইয়ুথ এর সম্পদ জব্দ এবং ভিসা নিষিদ্ধ কালো তালিকায় রেখেছে ইইউ।

আলাদাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা লেহাভার প্রতিষ্ঠাতা ও নেতা বেন-জিয়ন গোপস্টেইনকে কালো তালিকাভুক্ত করেছে। ওয়াশিংটন এর আগেও দুই দফায় পশ্চিম তীরে পাঁচটি বসতি স্থাপনকারী এবং দুটি অননুমোদিত ফাঁড়িকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল।

Source: https://www.aljazeera.com/news/2024/4/19/us-eu-impose-new-sanctions-on-hardliner-israeli-settlers 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?