মালদ্বীপের রাষ্ট্রপতি মুহাম্মদ মুইজ্জুর চীনপন্থী দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) রবিবারের সংসদীয় নির্বাচনে বিপুল আসনে জয় লাভ করেছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ৮৬টি আসনের মধ্যে পিএনসি ৬৬টি আসনে জয়লাভ করেছে। ফলে মালদ্বীপের ৯৩টি আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। মুইজ্জু নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি।
পূর্বের সংসদে মুইজ্জুর দলের সংখ্যাগরিষ্ঠতার অভাব ছিল ফলে। ফলে মুইজ্জুর নির্বাচনী প্রতিশ্রুতি দেশটির “ভারত প্রথম” নীতি পরিত্যাগ করা এবং চীনের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের পদক্ষেপ অনেকাংশেই বাধাপ্রাপ্ত হয়েছে। তবে এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের পরে তার দল সেই পদক্ষেপে আরো গতিশীল হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
দেশটির প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক জানিয়েছেন মোট ২ লক্ষ ৮৪ হাজার ৬৬৩জন ভোটারের মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোটার তাদের ভোটদান কার্যক্রম সম্পন্ন করেছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে দেশটির প্রতি কড়া নজর রেখেছে দুই প্রভাবশালী দেশ ভারত ও চীন। মালদ্বীপে সরাসরি প্রভাব বিস্তারের লড়াইয়ে একে অপরের মুখোমুখি অবস্থান করছে দেশ দুটি।
তবে রবিবার ভোটের আগে সংসদ নিয়ন্ত্রিত ছিল প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহের ভারতপন্থী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি এমডিপি। এমডিপি আইন প্রণেতারা এর আগে মুইজ্জুর মন্ত্রিসভার নিয়োগ এবং ব্যয়ের প্রস্তাব অবরুদ্ধ করেছিলেন।
Source: https://www.dw.com/en/maldives-muizzus-pro-china-party-claims-landslide-victory/a-68884219