ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটিরও বেশি রকেট ছোড়া হয়েছে। ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম হামলার ঘটনা ঘটলো।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে আসার একদিন পরই হামলার এ ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্র সফরে সুদানি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেন বলে জানা যায়।
নাম না প্রকাশ করা শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, সিরিয়ার রুমালিনে জোট বাহিনীর একটি ঘাঁটির সেনাদের দিকে পাঁচটিরও বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওই কর্মকর্তা এই ঘটনাকে একটি ‘ব্যর্থ রকেট হামলা’ বলে অভিহিত করেন। রকেটগুলো ওই ঘাঁটিতে আঘাত হানতে পারেনি, না সেখানে পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে, তা পরিষ্কারভাবে জানা যায় নি।
রকেট হামলার পর ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি যুদ্ধ বিমান হামলাকারীদের অবস্থান নির্ণয় করে সেখানে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র।
এর আগে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি।
Source: https://www.reuters.com/world/five-rockets-fired-iraq-towards-us-military-base-syria-security-sources-say-2024-04-21/