Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক অভিবাসন বিল পাসের পরেই ইংলিশ চ্যানেলে আবারও মৃত্যুর ঘটনা

অভিবাসন বিল পাসের পরেই ইংলিশ চ্যানেলে আবারও মৃত্যুর ঘটনা

by Mr.Rocky
0 comment
অভিবাসন বিল পাসের পরেই ইংলিশ চ্যানেলে আবারও মৃত্যুর ঘটনা

যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের জোয়ার ঠেকানোর প্রচেষ্টা বিতর্কিত অভিবাসী বিল অনুমোদনের কয়েক ঘণ্টার পরেই ইংলিশ চ্যানেল পারি দিতে গিয়ে মারা গেছেন আরো পাঁচ অভিবাসী। উত্তর ফ্রান্সের পাস-ডি-ক্যালাইস উপকূলে একটি বালুর তীরে তাদের নৌকা আটকে গেলে ৭ বছর বয়সী এক মেয়ে সহ ৫ অভিবাসীর মৃত্যু হয়। ফরাসি নৌবাহিনী এখনো পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করেছে। কিন্তু নৌকায় এখনো আটকে থাকা ৫৮ জন নামতে অস্বীকৃতি জানিয়ে নৌকাটি নিয়ে ব্রিটেনের দিকে অগ্রসর হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাজ্যের পার্লামেন্ট আইন অনুমোদন করে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করে তাদের রুয়ান্ডায় ফেরত পাঠানোর অনুমতি দেয় সরকারকে। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই পরিকল্পনাটি ইংলিশ চ্যানেলে জীবনের ঝুঁকি নেওয়া থেকে মানুষকে বিরত করবে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলি এটিকে বেআইনি এবং অমানবিক বলে সমালোচনা করেছে।

যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্রিটেনে উন্নত জীবনযাপনের আশায় সাম্প্রতিক বছরগুলিতে ছোট নৌকায় চ্যানেল পার হওয়া অভিবাসীর সংখ্যা বেড়েছে। এই পারাপারের জন্য পাচারকারীদের হাজার হাজার ডলার প্রদান করে অভিবাসীরা। মানবাধিকার সংস্থাগুলি বলেছে পাচার বন্ধ করার উপায় হল দেশগুলিকে অভিবাসীদের জন্য নিরাপদ এবং আইনি পথ প্রদানের জন্য একত্রে কাজ করা। 

Source: https://apnews.com/article/britain-rwanda-migration-refugee-law-1218d54d8f3fdf5a37d4367dbe625adf 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?