Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উ.কোরিয়ার

মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উ.কোরিয়ার

by Mr.Rocky
0 comment
মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উ.কোরিয়ার

মানবাধিকার কে পুঁজি করে পৃথিবীজুড়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র – সম্প্রতি এমনি গুরুতর অভিযোগ করেছে উত্তর কোরিয়া। বিশেষ করে, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রাজনৈতিক উস্কানি ও ষড়যন্ত্রে ফেলার হাতিয়ার হিসেবে মানবাধিকার ইস্যু ব্যবহার করছে তারা। কিন্তু উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে, যুক্তরাষ্টের এমন দ্বিচারিতা মানবে না দেশটি। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কিম জং উন সরকার।

সম্প্রতি, প্রেসিডেন্ট জো বাইডেনের মানবাধিকার বিষয়ক দূত জুলি টার্নার উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করতে সিওল ও টোকিও সফর করেন। এরপরেই দক্ষিণ কোরিয়ার মানবাধিকার বিষয়ক একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। যেটিকে মানবাধিকারের ‘মুমূর্ষু অবস্থা’ বলে আখ্যায়িত করা হয়। এই প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের দ্বারা  ‘বিচারবহির্ভূত হত্যা ; জোরপূর্বক ঘুম খুন; নির্যাতন বা নিষ্ঠুর আচরণ ও সরকার কর্তৃক অমানবিক শাস্তির ফিরিস্তি তুলে ধরা হয়।

প্রতিবেদনের পাশাপাশি , উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণ বন্ধের জন্য তাদের চাপ দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে দেশটি। উত্তর কোরিয়া এটিকে জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘনের অভিযোগ হিসেবে অভিহিত করেছে। এ প্রসঙ্গে তারা এপ্রিলে দক্ষিণ কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথাও উল্লেখ করে।  

উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ উন্নয়ন প্রশাসনের এক মুখপাত্র কেসিএনএকে জানিয়েছেন, “আমরা আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মহাকাশ গোয়েন্দা ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাব। এতে কোনো দেশের কোনো প্রতিবেদন কিংবা হুমকি উত্তর কোরিয়াকে থামাতে পারবে না “

Source:https://www.reuters.com/world/north-korea-accuses-us-politicizing-human-rights-issues-2024-04-27/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?