চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নির্মিত বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎচালিত কন্টেইনার জাহাজটি নিয়মিত চলাচল শুরু করেছে। প্রতি সপ্তাহে জাহাজটি চীনের সাংহাই ও নানজিং এর মধ্যে চলাচল করবে বলে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সি.সি.টি.ভি জানিয়েছে।
চীনা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ওশেন শিপিং গ্রুপ – কসকো তৈরি করেছে সম্পূর্ণরূপে ব্যাটারি দ্বারা পরিচালিত ‘গ্রিনওয়াটার ০১’ নামের জাহাজটি। প্রতি ১০০ নটিক্যাল মাইল চলায় এই জাহাজটি ৩,৯০০ কেজি জ্বালানি সাশ্রয় করবে। যার ফলে যাত্রাপথে ১২.৪ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে সাহায্য করবে এই জাহাজ।
সোমবার জাহাজটির সফল পরীক্ষামূলক চালনা শেষে কসকো সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে লিখেছে, “এটি পুরো বছরে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হবে।” জাহাজ নির্মাতা সংস্থাটি জানিয়েছে, এই জাহাজের যাত্রার মাধ্যমে জাহাজ চলাচল শিল্পকে কম কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে।
১২০মিটার দৈর্ঘ্য ও ২৪ মিটার প্রস্থের জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯ কিলোমিটার। জাহাজটির মূল ব্যাটারির ক্ষমতা ৫০,০০০ কিলোওয়াট-ঘণ্টারও বেশি এবং দীর্ঘ যাত্রার জন্য আরও ব্যাটারি যুক্ত করা যাবে এতে।
জাহাজটির ক্যাপ্টেন ওয়াং জুন সিসিটিভিকে বলেছেন, ২৪টি ব্যাটারি বক্স সহ জাহাজটি প্রতি ঘন্টায় ৮০হাজার কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে একটি ট্রিপ সম্পূর্ণ করতে পারে। একটি স্ট্যান্ডার্ড কনটেইনার জাহাজ একই ধরনের যাত্রার জন্য ১৫টন জ্বালানি ব্যবহার করবে।Source: https://www.scmp.com/news/china/science/article/3260352/worlds-largest-electric-container-ship-starts-service-between-chinas-major-coastal-cities?module=top_story&pgtype=homepage