Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ভারত সফর বাতিল করে চীন সফরে গেলেন ইলন মাস্ক

ভারত সফর বাতিল করে চীন সফরে গেলেন ইলন মাস্ক

by Mr.Rocky
0 comment
ভারত সফর বাতিল করে চীন সফরে গেলেন ইলন মাস্ক

ভারত সফর বাতিল করার এক সপ্তাহের মধ্যেই মাস্ককে দেখা গেল চীনে, সে দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সাথে। সেখানে তিনি চীনে তাঁর সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমেরিকা-চীন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

গত এপ্রিল মাসের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার কথা ছিল টেসলা কর্তার। এ নিয়ে ভারতে ব্যাপক উৎসাহ-উত্তেজনা দেখা দেয়। তবে শেষ মুহূর্তে তার ভারত যাত্রা পিছিয়ে দেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানান তিনি। টেসলার সিইও বলেন যে- বর্তমানে টেসলার কাজ নিয়ে তিনি ব্যস্ত, তাই তার ভারত যাত্রা সাময়িক সময়ের জন্য বাতিল করছেন। কিন্তু সেই নির্ধারিত সফর বাতিলের কয়েক দিন পরই আকস্মিক চীন সফরে গেছেন মাস্ক। তিনি একটি ব্যক্তিগত বিমানে করে গতকাল রবিবার বেইজিং পৌঁছেন। চীন সফর বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে তিনি ভারত যাত্রা বাতিল করে চীনে যাওয়ায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বিশেষজ্ঞেরা বলছেন, বছরের শুরু থেকেই গাড়ির বিক্রি কমা নিয়ে দুশ্চিন্তার মুখে পড়েছেন মাস্ক। দর কমিয়েও বিক্রি বাড়ানো যায়নি। শেয়ার দর এতটাই পড়েছে যে ফিকে হতে শুরু করেছে গত বছরের সমস্ত মুনাফা। ১০% কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে টেস্‌লা। এই পরিস্থিতিতে অন্যতম বড় বাজার চিনে মাস্কের সফর তাৎপর্যপূর্ণ।

Source: https://www.reuters.com/world/india/india-shocked-musks-surprise-china-visit-leaves-them-spurned-2024-04-30/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?