নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলির বিরোধিতা সত্ত্বেও ইহুদি বিরোধীতার সংজ্ঞাকে প্রসারিত করে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাস করেছে।
বিলটি বুধবার হাউসে ৩২০ ভোটে পাস করেছে, বিপক্ষে ভোট ছিল ৯১টি। এটি মূলত মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ইসরায়েলি যুদ্ধবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। এখন এই বিলকে বিবেচনার জন্য সিনেটে পাঠানো হবে।
পূর্বের ‘ইহুদি-বিরোধী’ আইনে বলা ছিল ইহুদিদের প্রতি নির্দিষ্ট কোনো ধারণা যেটি তাদের ধর্ম, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান কিংবা প্রার্থনার স্থানের প্রতি বিদ্বেষ পোষণ করে, সেগুলোকে ইহুদি-বিরোধী আচরণ বলে ধরে নেয়া হতো। নতুন এই বিলে ইসরায়েলের সমালোচনাকেও ইহুদি-বিরোধী পদক্ষেপ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। উদাহরণ স্বরূপ কেউ যদি এখন বলে “ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব একটি বর্ণবাদী প্রচেষ্টা” তাহলে সেটি ইহুদি-বিরোধী বলে গণ্য করা হবে।
অনেক মার্কিন রাজনীতিবিদ, বিশেষ করে রিপাবলিকানরা এই প্রস্তাবের বিরোধীতা জানিয়েছেন। বর্তমানে দেশটিতে হাজার হাজার শিক্ষার্থী ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ কর্মসূচী পালন করছে।
কংগ্রেসের ডেমোক্র্যাটিক এবং ইহুদি সদস্য সারা জ্যাকবস আইনটির বিরুদ্ধে ভোট দিয়ে বলেছেন, “আমি সারাজীবন ইহুদি-বিদ্বেষের মুখোমুখি হয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি না ইহুদি-বিদ্বেষ ও জায়নিজম বা ইহুদিবাদের বিরোধীতা, দুইটি এক জিনিস।”
ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় অহিংস প্রতিবাদকারীদের শাস্তি এবং ইহুদি-বিদ্বেষের প্রকৃত উত্থানকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় এই আইনের বিরোধিতা করেছেন তিনি।