অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত তাদের হামলা চালিয়ে যাচ্ছে। কখনো শরণার্থী শিবিরে হামলা, কখনো আবাসিক বাসভবনে, কখনো আবার হাসপাতালের অভ্যন্তরে ঢুকে অভিযান চালাচ্ছে আইডিএফ।
৭অক্টোবরের পরে ইসরায়েলের চলমান হামলায় ১০,০০০ এরও বেশি নারী নিহত হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, “গাজার যুদ্ধ নারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে অব্যাহত রয়েছে। ১০,০০০ এরও বেশি নারী নিহত হয়েছে এবং ১৯,০০০ আহত হয়েছে। ৩৭জন শিশু প্রতিদিন তাদের মাকে হারাচ্ছে।”
পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করা সংস্থাটী জানায়, দেড় লাখেরও বেশি গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় স্যানিটারি সরাঞ্জামাদির অভাবে রয়েছেন। ফলে তাদের ও সন্তানদের স্বাস্থ্যঝুঁকি দেখা যাচ্ছে।
প্রায় অর্ধবছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে ৩৪হাজার ৬০০জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে এর বাসিন্দাদের বিশেষ করে উত্তর গাজার বাসিন্দাদের অনাহারের দ্বারপ্রান্তে ফেলেছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত জানুয়ারিতে একটি অন্তর্বর্তী রুল জারি করে ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।