ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। সেই সাথে ১৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা(বিএনপিবি)-এর মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত ১টার কিছু সময় পরে দক্ষিণ সুলাওয়েসির লুউউ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা বেড়ে যায়। কিছু জায়গায় বন উজাড়ের ফলে এ সমস্যা আরো তীব্র হয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। সম্প্রতি দেশটির কিছু এলাকায় অব্যাহত বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে।
বন্যার কারণে শতাধিক মানুষকে মসজিদ বা অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৩শ’রও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের চেষ্টা করছে।
আবদুল মুহারি আরও জানান, লুউউ এলাকায় ভূমিধস এবং বন্যায় প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আরো একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
দুর্যোগ প্রশমন সংস্থা(বিএনপিবি) আরও জানায়, বন্যা এবং ভূমিধসে শতাধিক বাড়ি-ঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪২টি বাড়ি ভেসে গেছে, চারটি রাস্তা এবং একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ সুলায়েজির অপর এলাকায় শুক্রবারের বন্যায় কমপক্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। এর আগে গত মার্চে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা এবং ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয় এবং অনেকের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়।
Source: https://www.channelnewsasia.com/asia/15-dead-indonesia-landslides-floods-disaster-agency-4312971