বিশ্বজুড়ে একের পর এক তোপের মুখে পড়ছে মার্কিন সেনাদের উপস্থিতি। এবার আফ্রিকার নাইজেরিয়ার সাধারণ মানুষের রোষানলে পড়েছেন তারা। নাইজেরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিলের পরেও দেশটিতে তাদের অবস্থান সাধারণ মানুষকে ফুসিয়ে তুলেছে।
টিআরটি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের দেশ থেকে চলে যাওয়ার দাবি জানিয়ে রাস্তায় নেমেছে নাইজেরিয়ার নাগরিকরা। এই প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষার্থী, সামাজিক কর্মীসহ সাধারণ মানুষও।
ভিডিওটিতে দেখানো হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আগাদেজে বিক্ষোভ সমাবেশে জমা হয়েছেন হাজার হাজার মানুষ। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ এবং মার্কিন ড্রোন অপারেশন বন্ধের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার সাহেল অঞ্চলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেখানে অবস্থান করছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন সেনাদের উপস্থিতি কোনো নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে পারেনি, বরং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তারা মনে করেন, মার্কিন বাহিনীর উপস্থিতি জঙ্গিবাদীদের আক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সের সেনাদের দেশ থেকে চলে যাওয়ার দাবি জানানোর এক বছর পরে মার্কিন সেনাদের বিতাড়িত করার দাবি উঠেছে। এর আগে, ফ্রান্সও দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালিয়েছিল।
টিআরটি ওয়ার্ল্ডের ভিডিওটিতে আরও জানানো হয়, নাইজেরিয়া সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি বাতিল করেছে। তবে মার্কিন সৈন্যরা এখনও দেশে অবস্থান করছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
Source: youtu.be/08cKupPvENc?si=vQ6i5iarqhx-RSEc