মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন নিশ্চিত করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজা যুদ্ধের মধ্যে শীর্ষ মার্কিন মিত্রকে শর্ত সহায়তার জন্য ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হওয়ায় মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে।
বুধবার মার্কিন কংগ্রেসের একটি সাবকমিটির সামনে অস্টিন বলেন, বাইডেন প্রশাসন উন্নত সামরিক অস্ত্রের একটি বড় চালান স্থগিত করেছে। অস্টিন মার্কিন আইন প্রণেতাদের বলেছেন, “আমরা প্রথম থেকেই খুব স্পষ্ট ইসরায়েলের রাফাহ অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের হিসাব না করে এবং তাদের রক্ষা না করে বড় ধরনের হামলা চালানো উচিত নয়।”
তবে ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকারে সমর্থন অব্যাহত রাখতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান।
রাষ্ট্রপতি বাইডেন নিজেই বুধবার সিএনএন-এ প্রচারিত একটি সাক্ষাত্কারে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সম্ভাবনার কথা বলেছিলেন। অস্ত্র সরবরাহ স্থগিতের কারণ হিসেবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মার্কিন অস্ত্রের ব্যবহার উল্লেখ করেন তিনি।
এদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান, মার্কিন সিদ্ধান্তকে “খুবই হতাশাজনক” বলে জানিয়েছেন। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলতে পারেন না তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্যে আমাদের অংশীদার, যেখানে অন্যদিকে হামাসকে ধ্বংস করার উপায় বিলম্বিত করেছেন তিনি।”
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স অস্ত্র হস্তান্তরে বাইডেন প্রশাসনের বিরতিকে স্বাগত জানিয়েছেন। স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্রকে এখন অবিলম্বে যুদ্ধবিরতি, রাফাতে হামলার অবসান এবং দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য বিপুল পরিমাণ মানবিক সহায়তা, অবিলম্বে বিতরণের দাবিতে তার সমস্ত সুবিধা ব্যবহার করতে হবে।”