Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক ফিজির সাবেক প্রধানমন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিলো দেশটির আদালত

ফিজির সাবেক প্রধানমন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিলো দেশটির আদালত

by Mr.Rocky
0 comment
ফিজির সাবেক প্রধানমন্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিলো দেশটির আদালত

ফিজিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামাকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সরকার পরিচালনার সময় একটি ফৌজদারি তদন্তে হস্তক্ষেপ করার জন্য এক বছরের কারাদণ্ডের দণ্ডিত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আদালত এই রায় ঘোষণা করে।

ফিজির হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেলসি টেমোর রাজধানী সুভায় ৭০ বছর বয়সী বাইনিমারামাকে পুলিশের বিচারের পথকে বিকৃত করার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন। বহিষ্কৃত পুলিশ কমিশনার সিটিভেনি কিলিহোকে অফিসের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।

বাইনিমারামা ১৬ বছর ধরে ফিজিতে তার সরকার পরিচালনা করেছিলেন। প্রথমে ২০০৬ সালের অভ্যুত্থানের পরে একজন সামরিক স্বৈরশাসক হিসাবে আবির্ভূত হন। তারপরে ২০১৪ ও ২০১৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৯ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে পুলিশের তদন্তে হস্তক্ষেপ করেছিলেন বাইনিমারামা। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে অভিযোগ করেছিল, এক দশক ধরে বিশ্ববিদ্যালয়টির তহবিলের অপব্যবহার ও অব্যবস্থাপনা চলছে।

প্রসিকিউটররা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী এবং পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মীদের বিরুদ্ধে সক্রিয় পুলিশ তদন্ত ধামাচাপা দিয়েছেন। পুলিশের সেই তদন্তে অনেক নতুন দিক উদঘাটিত হচ্ছিলো।

নিম্ন আদালতের বিচারক গত অক্টোবরে বাইনিমারামা এবং কিলিহোকে অভিযোগ থেকে খালাস দিয়েছিলেন। কিন্তু প্রসিকিউটররা হাইকোর্টে আপিলের পর হাইকোর্ট তাদের উভয়কেই দোষী সাব্যস্ত করেছে।

Source: https://apnews.com/article/fiji-bainimarama-prime-minister-prison-7f0d406b0b63da34798ab3638200e2b6 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?