Monday, December 23, 2024
Home রাশিয়া রুশ বিজয় দিবসে পুতিনের সতর্কবার্তা

রুশ বিজয় দিবসে পুতিনের সতর্কবার্তা

by Md Nayem
0 comment
রুশ বিজয় দিবসে পুতিনের সতর্কবার্তা

বৃহস্পতিবার তুমুল উৎসাহ-উদ্দীপনায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ৯ মে সরকারি ছুটির দিনে রাশিয়াজুড়ে চলে বিজয় উল্লাস। বিজয় দিবসের বিশেষ কুচকাওয়াজ মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত হয়। এইদিনে সেনাদের বিশেষ কুচকাওয়াজের মাধ্যমে পুতিনকে বিশেষ সম্মাননা দেয়া হয়।পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সতর্ক করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশকে, কারও হুমকি বরদাশত করা হবে না।পশ্চিমাদের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এগিয়ে চলেছেন রুশ সেনারা। এই পরিস্থিতিতে দেওয়া বক্তব্যে ‘অহংকারী’ পশ্চিমা অভিজাতদের বিরুদ্ধে নাৎসি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত বাহিনীর ভূমিকা ভুলে যাওয়ার অভিযোগ করেছেন পুতিন। পাশাপাশি পশ্চিমারা আবার দুনিয়াজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।পুতিন বলেন, ৯ মে সবসময় একটি খুব আবেগপূর্ণ, মর্মস্পর্শী দিন। বিজয় দিবস সমস্ত প্রজন্মকে একত্রিত করে। আমরা আমাদের শতাব্দীর পুরানো ঐতিহ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা একসঙ্গে রাশিয়ার জন্য একটি মুক্ত, নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করব।সামরিক কুচকাওয়াজ এবং বিজয় দিবস উদযাপনের অন্যান্য অনুষ্ঠান রাশিয়া জুড়ে ৩০০টিরও বেশি শহরে অনুষ্ঠিত হচ্ছে।

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?