Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সেনেগালে ৮৫জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

সেনেগালে ৮৫জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

by Mr.Rocky
0 comment
সেনেগালে ৮৫জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

সেনেগালে ৮৫ যাত্রীকে নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িং ৭৩৭ বিমান। সেনেগালের পরিবহন মন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৫ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ বিমানটি ডাকারের বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

তিনি আরও বলেন, ট্রান্সএয়ার পরিচালিত এয়ার সেনেগাল ফ্লাইটটি ৭৯ জন যাত্রী, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু নিয়ে বামাকো যাচ্ছিলো। দূর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিদের বিশ্রামের জন্য একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেনেগালভিত্তিক এয়ারলাইন ট্রান্সএয়ারের লোগো সম্বলিত বিমানটি ঘাসের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিমানের ডানাগুলো আগুন নিয়ন্ত্রণকারী ফেনায় ঢাকা।

বিমান দুর্ঘটনা নিয়ে কাজ করা,এভিয়েশন সেফটি নেটওয়ার্ক সামাজিক মাধ্যম এক্স-এ ক্ষতিগ্রস্ত বিমানের ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, বিমানটির একটি ইঞ্জিন বিধ্বস্ত হয় বলে অনুমিত হয় এবং একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট এয়ারলাইনের প্রতিনিধিদের সাথে এভিয়েশন বিশেষজ্ঞরা এয়ারলাইন লগ ডেটা ঘনিষ্ঠভাবে তদন্ত করতে এবং ক্রু সদস্যদের সাক্ষাৎকারের জন্য ঘটনাস্থালে রয়েছেন।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে বিশ্লেষণ ব্যুরো তদন্ত শুরু করেছে।

Source: https://www.channelnewsasia.com/world/boeing-737-skids-runway-senegal-airport-injuring-10-people-4324286

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?