সিরিয়ায় নতুন করে তুরস্কের অভিযানের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। যেকোনো সময় তুরস্ক সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসীদের দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে – এই অপারেশন চালানো হতে পারে বলে ঘোষনা দিয়েছেন তিনি।
উত্তর সিরিয়ায় তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতির ব্যাপারটিও উঠে এসেছে এরদোগানের এমন মন্তব্যে। দীর্ঘদিন ধরেই সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কুর্দি গোষ্ঠীকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে আসছে তুরস্ক। অন্যদিকে, কুর্দিরা এই অঞ্চলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে মনে করে তুরস্ক।
প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেছেন যে, তুরস্ক সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অবদান রাখতে চায়। কিন্তু সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই কারণে উপযুক্ত সময়ে তুরস্ক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বলে জানান তিনি।
এরদোয়ানের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো সহিংসতা বৃদ্ধি এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার আশঙ্কা করছে। অন্যদিকে, তুরস্কের সমর্থকরা মনে করে সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসের হুমকি দূর করতে এই অভিযান জরুরী।
Source: https://www.middleeastmonitor.com/20240509-turkiyes-erdogan-hints-at-new-syria-operation-when-the-time-is-right/