মার্কিন বিমান বাহিনীর একজন কৃষ্ণাঙ্গ সদস্য ফ্লোরিডা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছেন। ঘটনার সময় পুলিশের সঙ্গে থাকা ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, নিহত বিমানকর্মী হলেন সিনিয়র এয়ারম্যান রজার ফোর্টসন (২৩)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান তিনি।
নিহত বিমানকর্মীর পরিবারের একজন আইনজীবী অভিযোগ, ভুল বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ।
তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষার জন্য ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।
রজার ফোর্টসন হার্লবার্ট ফিল্ডের স্পেশাল অপারেশনস উইংয়ে কর্মরত ছিলেন। গত ৩ মে তাকে গুলি করে হত্যা করা হয়। তখন তিনি তার বিমানঘাঁটি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে থাকা ফোর্ট ওয়ালটন বিচের ওই অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে।
এক বিবৃতিতে আইনজীবী বেন ক্রাম্প বলেছেন, ‘মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন।
ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেছেন, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট এবং স্টেট অ্যাটর্নি অফিস ঘটনার তদন্ত করছে।
ঘটনার ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ফোর্টসনের অ্যাপার্টমেন্টে গিয়ে দরজায় কড়া নাড়েন এবং বলেন, তিনি শেরিফের দপ্তর থেকে এসেছেন। দরজা খোলার পর দেখা যায় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন ফোর্টসন। দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য তাকে কয়েক রাউন্ড গুলি করেন ও অস্ত্র সমর্পণ করতে বলেন। গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান ফোর্টসন।
Source: https://apnews.com/article/police-shooting-airman-florida-8bcc82463ada69264389edf2a4f1a83d