ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে, যার মধ্যে স্থানীয় সাংবাদিক বাহা ওকাশাও রয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় স্ত্রী ও ছেলেসহ মারা গেছেন স্থানীয় এই সাংবাদিক।
মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরে আল-খতিব পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার তথ্যও জানিয়েছে ওয়াফা।
এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামান দক্ষিণ রাফাহ শহরের মধ্য ও পূর্বাঞ্চলে বেশ কিছু আক্রমণ চালিয়েছে। শহরটির অধিকাংশই এখন ইসরায়েলের সামরিক বাহিনী ঘেরাও করে রেখেছে। পরিকল্পিত স্থল অভিযান শুরুর পূর্বেই শহরটিতে তীব্র আক্রমণ শুরু করেছে আইডিএফ।
উত্তরে গাজা সিটিতেও ইসরায়েলি হামলার পর হতাহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে শহরের পুরাতন শহর এলাকায় অবস্থিত সিয়াম পরিবারের বাড়িও রয়েছে।
আল জাজিরা গাজা শহরের সাবরা এবং জেইতুন এলাকায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছে।
এদিকে হামাস কর্মকর্তা ইসরায়েলকে ‘মধ্যস্থতাকারীদের’ যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন। হামাস বন্দীদের অদলবদল চায়, কিন্তু নেতানিয়াহু এর পরিবর্তে গাজার যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়া।
ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছ, গাজা যুদ্ধবিরতিতে এই সপ্তাহে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব ইসরায়েল কার্যকরভাবে প্রত্যাখ্যান করার পর পুরো আলোচনা আবার পূর্বের স্থানে চলে এসেছে।
Source: https://aje.io/bi718r?update=2892616