Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক আজাদ জম্মু ও কাশ্মীরকে ২৩ বিলিয়ন রুপি বরাদ্দ দিল পাকিস্তান! 

আজাদ জম্মু ও কাশ্মীরকে ২৩ বিলিয়ন রুপি বরাদ্দ দিল পাকিস্তান! 

by Mr.Rocky
0 comment
আজাদ জম্মু ও কাশ্মীরকে ২৩ বিলিয়ন রুপি বরাদ্দ দিল পাকিস্তান! 

আজাদ জম্মু ও কাশ্মীরে এবার ২৩ বিলিয়ন রুপি বরাদ্দ দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার আজাদ জম্মু ও কাশ্মীরকে  ২৩ বিলিয়ন রুপির অনুমোদন পত্রে সাক্ষর করেন তিনি।

গত কয়েক দিনে অঞ্চলটিতে অবকাঠামো উন্নয়ন, চাকুরী সৃষ্টি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিক্ষোভ ও অশান্তি জেগে উঠে। তবে, সরকারের এই অর্থ বরাদ্দ অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। 

আশা করা হচ্ছে, এই অর্থ বরাদ্দ অর্থনৈতিক টানাপোড়েন সহ চলমান অস্থিতিশীলতা কাটিয়ে স্থানীয় অর্থনীতি গতিশীল করবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কমিউনিটি সেন্টার, স্কুল ও হাসপাতাল নির্মাণে সহায়তা করতে পারে।

ফলে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য সেবা আরও সহজলভাবে জনগণের কাছে পৌঁছাবে।  এছাড়াও, এই অর্থ বরাদ্দ সরকারি খাতে নতুন নিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে, যা বেকারত্বের হার কমাতে সাহায্য করবে।

সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। তারা আশা করছেন এই অর্থ সহায়তা অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, স্বজনপ্রিয় কাশ্মীরি নেতারা এক বিবৃতিতে বলেছেন, কেবল অর্থ বরাদ্দ দিলেই যথেষ্ট নয়।  এই অর্থ স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে খরচ করা  আবশ্যক। পাশাপাশি, স্থানীয় জনগণের প্রয়োজন ও অভিমতের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত।

Source: https://www.dawn.com/news/1833262/pm-shehbaz-approves-immediate-provision-of-rs23bn-to-ajk

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?