ভারতে স্কুলে বোমা হামলার হুমকির পর, আজ ১৪ মে, সকালে, দীপচাঁদ বন্ধু হাসপাতাল, দাদা দেব হাসপাতাল, হেডগেওয়ার হাসপাতাল এবং গুরু তেগ বাহাদুর হাসপাতাল সহ দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে বোমার হামলার হুমকি আসে। এই ঘটনাটি ১২ মে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে ইমেলের মাধ্যমে প্রাপ্ত হুমকির অনুরূপ। ইমেইলে একটি বিস্ফোরক ডিভাইসের কথা উল্লেখ করা হয়।
হুমকিগুলো একের পর এক সরকারি হাসপাতালগুলোতে প্রদান করা হচ্ছে, যার মধ্যে বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গোলপুরির সঞ্জয় গান্ধী হাসপাতালও রয়েছে। দিল্লি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
হুমকিপ্রাপ্ত হাসপাতালের তালিকায় রয়েছে ডাবরির দাদা দেব হাসপাতাল, হরি নগরের দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, দিলশাদ গার্ডেনের গুরু তেগ বাহাদুর হাসপাতাল, মালকা গঞ্জের হিন্দু রাও হাসপাতাল এবং রাজপুর রোডে অরুণা আসাফ আলী সরকারি হাসপাতাল।
এর আগে গত সপ্তাহে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এর প্রায় ১৫০ স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ১২ মে বিকাল ৩ টায় বুরারি হাসপাতাল থেকে প্রথম সতর্কতা পায় এবং পরবর্তীকালে, শহর জুড়ে অন্যান্য হাসপাতাল থেকে আরও অভিযোগ আসতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে হাজির হয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনোকিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।