রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফর করবেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে জোর দেয়া হবে। সেই সাথে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও আলোচনা করবেন শি জিন পিং ও পুতিন।
ক্রেমলিন এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, শি জিন পিংয়ের আমন্ত্রণেই আগামী বৃহস্পতিবার বেইজিং যাচ্ছেন পুতিন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এবং পঞ্চম মেয়াদে দায়িত্ব পালন শুরু করার পর এটিই হবে পুতিনের প্রথম বিদেশ সফর।
পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইউক্রেনের সংঘাতে রাশিয়াকে রাজনৈতিকভাবে সমর্থন করছে চীন। সেই সাথে বিভিন্ন ধরনের মেশিনারিজ ও ইলেকট্রনিক্স পণ্য দেশটিতে রপ্তানি অব্যহত রেখেছে চীন। অবশ্য ক্রেমলিনের কোষাগার পূর্ণ রাখার জন্য চীনও দেশটির প্রধান রপ্তানির বাজারে পরিণত হয়েছে। যদিও ইউক্রেন-রাশিয়া বিরোধে চীন নিজেদের সবসময় নিরপেক্ষ দাবি করে এসেছে।
সাম্প্রতিক সময়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকায় প্রভাব অর্জনের চেষ্টা করছে রাশিয়া ও চীন। একই সাথে ন্যাটোর বিপক্ষেও ক্রমবর্ধমান বিরোধে লিপ্ত হচ্ছে দেশ দুটি।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং গত সপ্তাহে ইউরোপে পাঁচ দিনের সফর থেকে দেশে ফিরেছেন। পাঁচ বছরের মধ্যে ইউরোপে এটিই ছিল চীনা প্রেসিডেন্টের প্রথম সফর। সফরে ফ্রান্স, সার্বিয়া ও হাঙ্গেরিতে দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাত করেন শি।
Source: https://apnews.com/article/russia-china-putin-9db43561dd4c1b580d44af73d05e0e08